সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনে সহযোগীতার আশ্বাস রাষ্ট্রপতির
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯
সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনে সহযোগীতার আশ্বাস রাষ্ট্রপতির
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবধরনে সহযোগীতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।


বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সিইসিসহ নির্বাচন কমিশনারদের সাক্ষৎ শেষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান তিনি।


ইসি সচিব বলেন, ‘রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। আউট অফ কান্ট্রি ভোট নিয়ে কৌতুহল ছিল রাষ্ট্রপতির। নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচনের জন্য ওনার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।


তিনি বলেন, বিকাল ৪টায় ভাসন রেকর্ড করা হবে। এখন সার্বিক আলোচনা চলছে কখন ঘোষণা করা হবে। দুই ঘণ্টা পর আরেকটা আপডেট পাবেন।


এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) প্রতিনিধিদল। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে স্বাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ শেষে তারা বেরিয়ে যান ২টায়।


রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি অবহিত করা হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি-বেতারে ভাষণের মাধ্যম ভোটের তফসিল ঘোষণা করেন।


বিবার্তা/এমবি


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com