বঙ্গোপসাগর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৩:২৭
বঙ্গোপসাগর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গভীর রাতে বঙ্গোপসাগর কেঁপে উঠল দুই দফা শক্তিশালী ভূমিকম্পে। মাত্র ২২ মিনিটের ব্যবধানে আঘাত হানে রিখটার স্কেলে ৬-এর বেশি মাত্রার দুটি কম্পন। তবে এতে কোনো সুনামির আশঙ্কা নেই এবং এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


এদিকে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করা লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে।


এর প্রভাবে সাগর উত্তাল এবং দেশের চারটি সমুদ্রবন্দরে সতর্ক সংকেত জারি করা হয়েছে। নৌকা ও ট্রলারদেরও গভীর সমুদ্রে যাত্রা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার সকালে আবহাওয়ার বিশেষ ১ নম্বর বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৬০ কিমি, কক্সবাজার থেকে ২০০০ কিমি, মোংলা থেকে ১৯৭৫ কিমি এবং পায়রা থেকে ১৯৬০ কিমি দক্ষিণপশ্চিমে নিম্নচাপের অবস্থান।


এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।


নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমি পরিধির মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।


এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।


পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে বিচরণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com