
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর (মঙ্গলবার) থেকে ৮০টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।
রবিবার (২৩ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসি ভবনে সকাল ও বিকাল-এই দুই শিফটে সংলাপগুলো অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যবেক্ষকদের সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া ও সমন্বয় নিয়ে আলোচনা করা হবে।
উল্লেখ্য, এর আগে ইসি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাদে নিবন্ধিত দলগুলো এই সংলাপে অংশ নেয়। এছাড়া গত ২৮ সেপ্টেম্বর থেকে শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও সংলাপ করেছে কমিশন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]