ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন নগরবাসী
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১২:৫৮
ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন নগরবাসী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে ঘিরে ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেক নগরবাসী। প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে এদিনও বহু মানুষ ঢাকা থেকে গ্রামে ছুটে যাচ্ছেন। অন্যদিকে, ঈদের আনন্দ শেষে এরই মধ্যে কর্মজীবীরা ফিরতে শুরু করেছেন কর্মস্থলে।


ঈদের তৃতীয় দিন সোমবার (৯ জুন) রাজধানী ছাড়ার পাশাপাশি রাজধানীতে ফেরারও প্রথম দিন। এদিন কমলাপুর রেলস্টেশনজুড়ে দেখা গেছে যাত্রীদের ব্যাপক ভিড়। তবে নগরীতে ফেরার তুলনায় রাজধানী ছাড়ার প্রবণতাই ছিল বেশি।


অনেকেই জানিয়েছেন, টিকিট বিড়ম্বনা, ভোগান্তি এবং দীর্ঘ ছুটির কারণে এবার ঈদের দিনগুলো ঢাকায় কাটিয়ে নিরুদ্বেগে গ্রামের পথে পাড়ি দিচ্ছেন তারা।


এদিকে, কেউ কেউ আগেভাগেই ঢাকায় ফিরছেন কর্মস্থলে যোগ দিতে কিংবা জরুরি কাজ সেরে নিতে। তাদের ভাষ্য, বাধ্য হয়েই কোলাহলের শহরে ফিরতে হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com