
ডাটা এন্ট্রি অপারেটরের৪৬৮টি পদে লিখিত পরীক্ষার সময়সূচি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জানুয়ারি সকাল ১০টা থেকে দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সে পরীক্ষা স্থগিত করেছে সংস্থাটি।
ইসির জনবল শাখার উপসচিব ও সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটির খোরশেদ আলমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটরের ৪৬৮টি শূন্য পদে কর্মচারী নিয়োগের জন্য আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। এ সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]