২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৮
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ২১:৪১
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৮
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময় কারও মৃত্যু হয়নি।


২৬ এপ্রিল, শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের বাইরে ৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন রয়েছেন।


এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ১১১ জনে। তাদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে।


অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১১৪ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৫৯ জন, ঢাকার বাইরে এ সংখ্যা ৫৫।


এসময় সারা দেশে ১০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে ১ হাজার ৯৭৩ জন ছাড়পত্র পেয়েছেন।


জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ হাজার ৫৫ জন। যাদের মধ্যে ১৪ জন মারা গেছেন। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। মার্চে আক্রান্ত হয়েছে ৩১১ জন, যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিলের ২৬ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন, তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।


চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ১১১ জন। এর মধ্যে ১ হাজার ৩০২ জন পুরুষ ও ৮৯০ জন নারী রয়েছেন।


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মারা গেছেন ২৪ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন।


প্রসঙ্গত, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com