শিরোনাম
বাঙালির কনিষ্ঠতম ভূমিপুত্রের নাম
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ০৯:২০
বাঙালির কনিষ্ঠতম ভূমিপুত্রের নাম
মুহাম্মদ সামাদ
প্রিন্ট অ-অ+

শরতের আকাশে পূর্ণচন্দ্রের মতো বত্রিশ নম্বর সড়কের
বাড়ির বাগানে নিষ্পাপ তাকিয়ে আছে সাইকেলেবসা দেবশিশু
আমাদের পিতা তার নাম রেখেছিলেন রাসেল
আমাদের মাতা তার নাম রেখেছিলেন রাসেল
সারাক্ষণ খুশিতে আনন্দে মেতে থাকতো রাসেল


যখন বাংলাদেশ কোটি বাঙালির রক্তে ও সম্ভ্রমে ভেজা
যখন বাংলাদেশ লাল সবুজের আনন্দ-বেদনায় দীপ্যমান
যখন বাংলাদেশ গোলাপের পাপড়ি ছড়াচ্ছে দিগ্বিদিক


তখনই, পঁচাত্তরে পনেরই আগস্টের নারকীয় অন্ধকারে
প্রথমেই আমাদের ভাই শেখ কামালের আত্মা
উড়ে গেলো অনন্তের দিকে;
তারপর, বাঙালির মহত্তম মুক্তির প্রতীক
বিশাল বাংলাজুড়ে যার ভালোবাসাময় অবয়ব
আমাদের সেই সিংহহৃদয় প্রিয়তম পিতা;
তারপর, যার স্নেহের ছায়ায় দিনে দিনে
বেড়ে উঠছিলো এই সবুজ বাংলা
আমাদের সেই প্রেরণাদায়িনী ধৈর্যশীলা মা জননী-
আজানের পবিত্র ধ্বনির সঙ্গে অদৃশ্য হলেন ভোরের আকাশে, স্বর্গে...


আমাদের মাতা আমাদের পিতা স্বর্গারোহণমাত্রই
শিশুর করুণ কান্না আর আর্তচিৎকার শুনে
ফিরে তাঁকালেন অসহায়... বাংলার দিকে;
আর, ঈশ্বর যেমন নিজহাতে তাঁর প্রিয় সন্তান যিশুকে পরম আদরে
স্বর্গে তুলে নিয়েছিলেন, তেমনি আমাদের পিতা আমাদের মাতা
কনিষ্ঠ পুত্রকে তুলে নিলেন রক্তাক্ত বুকে...


সেই থেকে
পদ্মা মেঘনা মধুমতির বিষণ্ণ জল
বৃষ্টিক্লান্ত বর্ষার কদমফুল
রক্তেভেজা গাঁদা আর কলমির দল
ফাগুনের ক্ষুব্ধ কৃষ্ণচূড়া
আমাদের মোহ্যমান বৃক্ষরাজি
নতমুখ দোয়েল শালিখ বক
খরাক্রান্ত প্রান্তরের ঘাস
ধান— শ্রান্ত ধানের কৃষক
আর
বাঙলার ঘরে ঘরে বিনম্র কুলবধূরা—
তাদের প্রথম সন্তানের নাম রাখছে রাসেল;
রাসেল— এ নাম বাঙালির কনিষ্ঠতম ভূমিপুত্রের নাম।


[শেখ রাসেল স্মরণে]


The Youngest Son of Soil


Muhammad Samad


Look at the innocent look of the
full-moon-like cherub sitting on a bicycle!
in the garden of Road Thirty-two.
Our Father called him Russell
Our Mother called him Russell
Russell the child blithe and sprightly all the time.


When Bangladesh was drenched with the blood
and agonies of outraged womanhood of the Bengalis
When Bangladesh shone with the mirth and sorrows
of the Red and the Green
When Bangladesh was sprinkling rose petals across the globe


Just then in the dark of the Fifteenth August
the soul of our brother Sheikh Kamal
set out for a voyage towards the infinite;
And then the epitome of the great freedom of Bengalis,
whose love was omnipresent in the whole Bengal─
our lion-hearted Father beloved,
And then our ever-inspiring steadfast Mother
under the shade of whose love the great Bengal
grew up through the passage of time─
merged into the sky of dawn and the heaven
amid the holy sound of Aazan…


The moment our Father, our Mother ascended to heaven
they turned back towards stunned Bengal
after hearing the sad, piercing cries and groans of a child;
And the way God lifted his dear son Jesus
to heaven in great love,
Our Father, Our Mother lifted their dear baby
into their bloodied bosom...


Since then
the waters of Padma, Meghna, Modhumoti turned melancholy
rain kept assaulting the Kadam flowers of monsoon
blood-smirched the Ganda and Kalmi blossoms
Krishnachura of Falgoon turned defiant
the woods became mournful
Doyels, Shaliks and storks turned gloomy
drought hit the grasses in the fields
and the paddy, exhausted farmers of the paddy
And
the bashful brides in the village huts of Bengal
named their first son as Russell;
Russell─ the name of Bengal's youngest son of soil.


Translated by Shihab Sarkar


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com