শিরোনাম
‘হাসান আজিজুল হক আমাদের আগামী প্রজন্মের মধ্যে অনুপ্রেরণা হয়ে বেঁচে রইবেন’
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ১৭:৪৬
‘হাসান আজিজুল হক আমাদের আগামী প্রজন্মের মধ্যে অনুপ্রেরণা হয়ে বেঁচে রইবেন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও আনন্দ পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।


মঙ্গলবার (১৬ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। এরপর ক্যাম্পাসে অনুষ্ঠিত হাসান আজিজুল হকের জানাজায় অংশ নেন তিনি। জানাজা নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘হাসান আজিজুল হক বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল। তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধসহ বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় জ্বালিয়েছেন আলোর মশাল।’


উপাচার্য আরো বলেন, ‘মানবসত্তার জীবনসংগ্রামকে উপজীব্য করে আলোকিত সমাজ বিনির্মাণে তিনি লেখনীর মাধ্যমে যেমন বাংলা সাহিত্যের দিগন্ত বিস্তৃত করেছেন, তেমনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, আদর্শ রাষ্ট্র কাঠামো গড়ে তোলা এবং প্রগতিশীল বহু সাংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলনেও তিনি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর কাছে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সমাজ চিরঋণী হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা কখনোই পূরণ হবার নয়। এই 'আগুনপাখি' এর আলোকিত সাহিত্যকর্মের বিভিন্ন অনুষঙ্গে তিনি আমাদের মাঝে চির অমলিন হয়ে থাকবেন। তিনি আমাদের আগামী প্রজন্মের মধ্যে অনুপ্রেরণ হয়ে বেঁচে রইবেন।’


উপাচার্য বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন হাসান আজিজুল হকের মরদেহ ক্যাম্পাসের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায় দাফনের সিদ্ধান্ত নেয়ার মধ্যদিয়ে যে বিরল সম্মান দেখিয়েছেন সেটি অত্যন্ত যৌক্তিক এবং সঠিক।’


উপাচার্য প্রয়াত এই কথাসাহিত্যিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


বিবার্তা /রাসেল/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com