স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যার ঘটনায় আরেক শুটার আটক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৩
স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যার ঘটনায় আরেক শুটার আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বিরের হত্যাকারী শুটার রহিমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র।


শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নরসিংদী থেকে রহিমকে আটক করা হয়। এর আগে মো. বিল্লাল নামের আরেক আসামিকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়।


উল্লেখ্য, গত ৭ জানুয়ারি আজিজুর রহমান মুছাব্বির বন্ধুদের সঙ্গে তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আড্ডা দেন। আড্ডা শেষে রাত ৮টার দিকে বাসার উদ্দেশে রওনা দেন। ১০ মিনিট পর তেজতুরি বাজারের আহসানউল্লাহ ইনস্টিটিউটের সামনে গতিরোধ করে অজ্ঞাত চার থেকে পাঁচ জন তাকে গুলি করে। আসামিদের ছোঁড়া গুলিতে মুছাব্বির মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা সুফিয়ান বেপারী মাসুদ তাকে বাঁচাতে এলে আসামিরা মাসুদকেও গুলি করে। পরে আসামিরা পালিয়ে গেলে আশপাশের লোকজন তাদের হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।


মাসুদকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গত ৭ জানুয়ারি মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম (৪২) রাজধানীর তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com