রাজধানীতে আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৯:২৭
রাজধানীতে আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক মো. রুপসান (৩৬), ছাত্রলীগের সাবেক কর্মী ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি জিল্লুর রহমানের অনুসারী মোহাম্মদ আলী শাহান (৩১), লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আবিদ (৩৩) এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও দলটির কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া (৬২)।


মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।


ডিবি সূত্রে জানা গেছে, সোমবার রাতে ও বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।


ডিএমপি জানিয়েছে, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে মোহাম্মদপুর থানার নুরজাহান রোড এলাকা থেকে মো. রুপসানকে এবং বিকেল ৫টার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে মোহাম্মদ আলী শাহানকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ।


একই দিন বেলা সোয়া ২টার দিকে মুগদা থানাধীন টিটিপাড়া এলাকা থেকে সাদ্দাম হোসেন আবিদকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ। এর আগে দুপুর দেড়টায় পল্টন মডেল থানার পুরান পল্টন এলাকা থেকে আব্দুল মতিন ভূঁইয়াকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ।


ডিবি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com