
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা থেকে খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রবিবার (৫ অক্টোবর) ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত এই রায় ঘোষণা করেন। ২০০৯ সালে মামলাটি করে দুদক। রাজধানীতে দুইটি বাড়ি, ইলেকট্রনিক সামগ্রী এবং অবৈধভাবে অর্থ আদায়ের মাধ্যমে প্রায় ২ কোটি ৮৭ লাখ টাকার অভিযোগ করে দুদক।
খালাসের পর তার আইনজীবীরা মন্তব্য করেন, গয়েশ্বরের বিরুদ্ধে কোনো সাক্ষ্য-প্রমাণ দাখিলে ব্যর্থ হয়েছেন দুদকের আইনজীবীরা।
খালাস পেলেও ১৬ বছর মামলা পরিচালনায় হয়রানির ক্ষতিপূরণ সম্ভব না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]