
ইউরোপকে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের মতো হওয়া এবং যুক্তরাষ্ট্র যা করছে তাই করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেয়া ভাষণে এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, আমি ইউরোপকে ভালোবাসি, এবং ইউরোপকে ভালোভাবে এগিয়ে যেতে দেখতে চাই। কিন্তু তারা সঠিক পথে এগোচ্ছে না।
ক্রমবর্ধমান সরকারি ব্যয়ের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর অভিবাসন ও বাণিজ্য নীতিরও সমালোচনা করেন ট্রাম্প।
এসব নীতি ইউরোপের কিছু অংশকে ‘অচেনা’ করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে দাভোসে ট্রাম্প তার বক্তৃতা শুরু করেন যুক্তরাষ্ট্রে আয়ের স্তর এবং মুদ্রাস্ফীতিসহ প্রধান অর্থনৈতিক লাভের কথা তুলে ধরে।
তিনি বলেন, এটা সকল জাতির জন্যই দারুণ। যুক্তরাষ্ট্র হলো পৃথিবীর সকল জাতির অর্থনৈতিক চালিকাশক্তি। যখন আমেরিকার উন্নতি হয়, তখন পুরো বিশ্বই উন্নতি করে। পরিস্থিতি খারাপ হলেও (যুক্তরাষ্ট্রের) তা সবারই হয়।
সূত্র: আল জাজিরা
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]