লেবাননে ইসরায়েলের বিমান হামলা, সিরিয়ান নাগরিকসহ নিহত ৬
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৮:৩০
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, সিরিয়ান নাগরিকসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ লেবাননের আল-মাসাইলেহ সড়কের পাশে ছয়টি ভারী যন্ত্রপাতি স্থাপনায় বিমান হামলা চালিয়ে ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী।


শনিবার (১১ অক্টোবর) এই হামলা চালানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানায় বার্তা সংস্থা আনাদোলু।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, হামলায় একজন সিরিয়ান নাগরিক নিহত হয়েছেন, এবং আরও একজন সিরিয়ান এবং দুই নারীসহ লেবাননের অন্তত ছয়জন আহত হয়েছেন।


প্রতিবেদনে বলা হয়, বুলডোজার এবং খননকারী যন্ত্রসহ হামলা চালিয়ে ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস করা হয়েছে, যার ফলে আনুমানিক কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এছাড়া এলাকাটিতে পার্ক করা অনেক গাড়িও ধ্বংস হয়েছে এবং বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।


ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলায় টার্গেট করা হয়েছে হিজবুল্লাহর অবকাঠামো এবং সেগুলো ধ্বংস করা হয়েছে। অঞ্চলটিতে গোষ্ঠীটির অবকাঠামো পুনর্নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারিং সরঞ্জামগুলো ব্যবহার করা হয়েছিল।


এদিকে ইসরায়েলি হামলাকে ‘একটি স্পষ্ট আগ্রাসন’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেন, ‘এই আক্রমণের গুরুত্ব এই যে এটি গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরেই ঘটেছে।’


২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে এক বছর ধরে সীমান্ত আন্তঃসীমান্ত হামলার পর ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে এই সংঘাত পূর্ণ মাত্রায় ইসরায়েলি আক্রমণে রূপ নেয়, যার ফলে ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com