
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধের অবসান পরিকল্পনা নিয়ে সোমবার (৭ অক্টোবর) মিশরের লোহিত সাগরের উপকূলীয় শহর শারম আল-শেখে ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাস পরোক্ষ আলোচনায় বসেছে।
মিশরের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, এই আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলগুলো বন্দি ও আটক ব্যক্তিদের মুক্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে। মিশর ও কাতার এই মধ্যস্থতার দায়িত্ব পালন করছে।
রয়টার্সের খবর অনুযায়ী, প্রথম দফার আলোচনা গভীর রাতে শেষ হয়েছে এবং মঙ্গলবার নতুন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হামাসের ইসরায়েল আক্রমণ ও গাজা যুদ্ধের দুই বছর পূর্তি হওয়ার সময় এই আলোচনা শুরু হওয়ায় এটিকে অনেকেই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসানের সম্ভাবনা হিসেবে দেখছেন।
যুদ্ধবিরতি চূড়ান্ত করতে এখনও অনেক বাধা রয়ে গেছে, যার মধ্যেই ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। আল-জাজিরা জানিয়েছে, সোমবারের হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হন।
গত শুক্রবার ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরেও হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। ইসরায়েল সরকারের মুখপাত্র শোশ বেদরোশিয়ান জানিয়েছেন, সেনাবাহিনী এখনো 'প্রতিরক্ষামূলক কার্যক্রম' চালাচ্ছে এবং গাজায় এখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে, উভয় পক্ষই তার প্রস্তাবিত শান্তি কাঠামোর সঙ্গে একমত এবং তিনি দ্রুত অগ্রগতি চান। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, হামাস 'খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে' সম্মত হয়েছে। তার প্রশাসনের মুখপাত্র 'ক্যারোলাইন লেভিট' জানান, আলোচনার প্রযুক্তিগত দিকগুলো নিয়ে দ্রুত অগ্রগতি হচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও আশা প্রকাশ করেছেন, হামাসের হাতে থাকা ৪৮ ইসরায়েলি বন্দির (যার মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে) মুক্তির ঘোষণা এই সপ্তাহেই আসতে পারে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, হামাস বন্দিদের মুক্তি দেবে, বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের ছেড়ে দেবে। এছাড়া হামাস গাজার নিয়ন্ত্রণ ছাড়বে এবং ইসরায়েল সেখান থেকে সেনা প্রত্যাহার করবে।
এদিকে, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন আহত হয়েছেন এবং দুই মিলিয়নেরও বেশি মানুষ খাদ্য ও আশ্রয়ের তীব্র সংকটে পড়েছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]