ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলা, নিহত ৭
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১৪:৫৮
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলা, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরও হামলা চালিয়েছে ইসরাইল। এতে সাতজন নিহত হয়েছে। খবর আল জাজিরার


গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, হামাস সমঝোতায় রাজি হওয়ার পরও ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের আহ্বান উপেক্ষা করে গাজায় ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে। হামলায় শনিবার (৪ অক্টোবর) ভোর থেকে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন।


সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল বলেছেন, ‘এটা একটা ভয়াবহ রাত ছিল, যেখানে ইসরাইলি সেনাবাহিনী গাজা শহর ও উপত্যকার অন্যান্য এলাকায় ডজন ডজন বিমান হামলা ও গোলাবর্ষণ চালায়, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন।’


বাসসাল আরও জানান, রাতভর বোমাবর্ষণে ২০টি বাড়ি ধ্বংস হয়েছে। গাজা শহরের ব্যাপ্টিস্ট হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, তুফাহ পাড়ার একটি বাড়িতে হামলায় নিহত ও আহতদের তারা গ্রহণ করেছে—নিহতদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আরও কয়েকজন আহত হয়েছেন।


এদিকে খান ইউনিসের নাসের হাসপাতাল জানিয়েছে, বাস্তুচ্যুত গাজাবাসীদের এক শিবিরে তাঁবুর ওপর ড্রোন হামলায় দুই শিশু নিহত হয়েছে এবং আরো আটজন আহত হয়েছে।


স্থানীয় সময় শুক্রবার (৩ অক্টোবর) হামাস ট্রাম্পের গাজা পরিকল্পনার জবাব দেয়। এতে ইসরাইলি জিম্মিদের মুক্তি ও ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের হাতে শাসন ব্যবস্থা হস্তান্তরে সম্মতি জানায় গোষ্ঠীটি।


নিজেদের নিরস্ত্রীকরণ নিয়ে কিছু না বললেও গোষ্ঠীটি জানায়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত তারা। হামাসের এই ঘোষণার পর ইসরাইলকে অবিলম্বে ফিলিস্তিনের গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাসের প্রতিক্রিয়ার পর ইসরাইল ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে জিম্মিদের মুক্তি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com