
ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টার শেষ নৌযান হিসেবে এখনো গাজা অভিমুখে যাত্রা করছে একটি যান। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে আছেন ছয়জন ক্রু।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ট্র্যাকারে মূল বহরে ছিল এমন ৪২টি নৌযানের অবস্থান দেখানো হচ্ছে। এর মধ্যে কেবল ম্যারিনেটের পাশে ‘সেইলিং’ লেখা। অর্থ্যাৎ, নৌযানটি এখনো চলছে। বাকিগুলো বাধাপ্রাপ্ত ও বাধা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ফ্লোটিলা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছেন ম্যারিনেটের ক্যাপ্টেন। তিনি নিজের নাম ক্যামেরন উল্লেখ করেন। জানান, শুরুতে নৌকাটির ইঞ্জিনে সমস্যা ছিল। তাই মূল বহর থেকে পিছিয়ে পড়ে। এখন নৌযানটি পুরোদমে চলছে।
শুক্রবার ভোরে লাইভ ভিডিওতে দেখা যায়, ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি চলছে। তখনও নৌযানটি গাজার জলসীমা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ছিল।
এর আগে ম্যারিনেটের বিষয়ে একটি সতর্কবার্তা দিয়েছিল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছিল, সক্রিয় যুদ্ধ ক্ষেত্রে প্রবেশের ও অবরোধ ভাঙার চেষ্টা অবশ্যই প্রতিহত করা হবে।
আল জাজিরা জানিয়েছে, গত বুধবার রাত থেকেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রায় বাধা দেওয়া শুরু করেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরা। ৪০টি দেশের পাঁচ’শর কাছাকাছি অধিকারকর্মীকে আটক করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]