
সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।বুধবার (৩০ ডিসেম্বর) সিরিয়ার সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, উত্তর গ্যালিলি থেকে সিরিয়ার নাবি হাবিল এলাকায় একটি বিমান প্রতিরক্ষা ইউনিট লক্ষ্য করে ইসরাইল হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০১১ সাল থেকে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায়। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সম্প্রতি কয়েক বছরে ইসরাইল অনেকগুলো হামলা চালিয়েছে। দেশটিতে ইরানের উপস্থিতি কৌশলগত হুমকি মনে করছে ইসরাইল।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]