শিরোনাম
করোনায় মার্কিন কংগ্রেসম্যানের মৃত্যু
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২০, ১৪:৫০
করোনায় মার্কিন কংগ্রেসম্যানের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কংগ্রেসম্যান লিউক লেটরোর। ৪১ বছর বয়স্ক এ রিপাবলিকান কংগ্রেসম্যান মঙ্গলবার মারা গেছেন বলে জানিয়েছে তার ব্যাক্তিগত সহকারী। সিএনএন।


লিউকের পরিবারের পক্ষ থেকে গত কয়েকদিনের সকলের সমর্থন ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এ কঠিন এবং অপ্রত্যাশিত সময়ে বিষয়টি গোপন রাখা হয়েছিল। এর আগে ১৮ ডিসেম্বর লিউক তার ফেসবুজ পেজে সংক্রমিত হওয়ার কথা জানিয়ে কোয়ারেন্টিনে আছেন বলে জানিয়েছিলেন। পরবর্তীতে তাকে ফ্রান্সিস হাসপাতাল থেকে এলএসইউ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানানো হয়েছিল।


লুউনিয়ানার রিপাবলিকান দলের পক্ষ থেকে লিউককে একজন উদীয়মান রাজনৈতিক তারকা হিসেবে অভিহিত করা হয়েছে। তার মৃত্যুতে রাজ্যটিতে অর্ধদিবস জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হবে বলে জানানো হয়েছে।


উল্লেখ্য, লিউকের মৃত্যুর ফলে রাজ্যটিতে একটি বিশেষ নির্বাচনের মাধ্যমে নতুন প্রতিনিধি বাছাই করে নিতে হবে। কিছুদিন আগেই রাজ্যটিতে ৬২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com