শিরোনাম
বাংলাদেশসহ ৪ দেশে টিকা রফতানির অনুমোদন দিয়েছে ভারত
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ১৮:৫৯
বাংলাদেশসহ ৪ দেশে টিকা রফতানির অনুমোদন দিয়েছে ভারত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ, ইরান, নেপাল ও মিয়ানমারে করোনার টিকা রফতানির জন্য সেরাম ইনস্টিটিউটকে (এসআইআই) অনুমোদন দিয়েছে ভারত সরকার।


ফলে অক্টোবর মাসেই ‘ভ্যাকসিন মৈত্রী’ কর্মসূচির আওতায় ১০ লাখ করে টিকা পাবে বাংলাদেশ, নেপাল ও মিয়ানমার। অন্যদিকে, ভারত বায়োটেকের ১০ লাখ টিকা পাবে ইরান।


জানা গেছে, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড প্রতি মাসে ২০ কোটি ডোজের বেশি টিকা উৎপাদন করতে সক্ষম এবং তারা চলতি অক্টোবরেই ২২ কোটি ডোজ টিকা সরবরাহ করতে পারবে।


এ বিষয়ে ভারতের গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক প্রকাশ কুমার সিং জানান, দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া সেরাম ইনস্টিটিউটকে টিকা উৎপাদনের অনুমোদন দেয়ার পাশাপাশি সংকট নিরসনের উপায় খুঁজার পরামর্শ দিয়েছেন।


চলতি মাসে ভারত টিকা দিলে চুক্তি অনুযায়ী কেনা টিকা পাবে বাংলাদেশ। করোনাভাইরাসের কোভিশিল্ড টিকা প্রাপ্তির জন্য সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছিলো বাংলাদেশের প্রতিষ্ঠান বেক্সিমকো। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৭০ লাখ ডোজ টিকা পায়। গত মার্চ মাসে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে ভারতের পরিস্থিতির চরম অবনতি ঘটলে টিকা রফতানি স্থগিত করে দেয় দেশটি। এর ফলে তিন কোটি ডোজ টিকা কিনলেও তা আর বুঝে পায়নি বাংলাদেশ। ফলে টিকা নিয়ে চরম সংকট তৈরি হয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com