শিরোনাম
২৪ ঘণ্টায় ১৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৭:২৩
২৪ ঘণ্টায় ১৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশে একদিনে সর্বোচ্চ ১৪৩ জন এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটি একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। যার মধ্যে ১৪২ জনই রাজধানীর।


মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছে।


এর আগে সোমবার (২৬ জুলাই) দেশে একদিনে ১২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন এক হাজার ৮০২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৩৩১ জন।


প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়। তাই ডেঙ্গু প্রতিরোধে আবাসস্থল নিয়মিত পরিষ্কার রাখার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


আর মশার আক্রমণ থেকে বাঁচতে ঘরের দরজা ও জানালায় মশারির নেট লাগানোর ওপর জোর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রয়োজনে দিনের বেলায় অবশ্যই মশারি টাঙ্গিয়ে বা কয়েল জ্বালিয়ে ঘুমানোর পরামর্শ দেয়া হয়েছে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com