শিরোনাম
চীনা আইবিএম ক্যামস টিকার ট্রায়ালের অনুমতি দিয়েছে বিএমআরসি
প্রকাশ : ২৩ জুন ২০২১, ১৬:৩৭
চীনা আইবিএম ক্যামস টিকার ট্রায়ালের অনুমতি দিয়েছে বিএমআরসি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে চীনের আইবিএম ক্যামস কভিড টিকার ট্রায়ালের জন্য আইসিডিডিআরবিকে অনুমতি দিয়েছে বিএমআরসি। ওয়ান ফারমা নামের দেশীয় প্রতিষ্ঠান চীনের আইবিএম ক্যামস-এর দেশীয় এজেন্ট।


এর আগে চীনের সিনোভ্যাক টিকার ট্রায়ালের আবেদন করেও শেষ পর্যন্ত চুক্তিতে দেরি করা এবং পরে দরদামে বনিবনা না হওয়ায় সেই প্রক্রিয়া ভেস্তে যায়। এর পরই চীনের আইবিএম ক্যামসের উদ্ভাবিত টিকা বাংলাদেশে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের আবেদন করে আইসিডিডিআরবি। তাদের সঙ্গে প্রায় ৬০ কোটি টাকার চুক্তিও হয়। যার ২৫ শতাংশ টাকা চীনের ওই প্রতিষ্ঠানটি আইসিডিডিআরবিকে পাঠিয়েও দিয়েছে ট্রায়ালের জন্য। সব সেটআপও রেডি। এর আগে একাধারে তিনটি টিকার ট্রায়াল করার জন্য চুক্তিবদ্ধ হয়েও অনুমোদনজনিত সিদ্ধান্তহীনতার কারণে সেগুলো ভেস্তে যায়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com