
বাংলাদেশে কারো নিরাপত্তার শঙ্কা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, তারেক রহমানের নিরাপত্তায় যা যা দরকার, সরকার তা দিতে প্রস্তুত আছে। প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিষয়টি (তারেক রহমান) নিয়ে এখানে (কোর কমিটি) কোনো আলোচনা হয়নি। দেশে নিরাপত্তায নিয়ে কোনো ঝুঁকি নেই। যাকে যে নিরাপত্তা দেওয়া প্রয়োজন, সেটি দিতে প্রস্তুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
‘আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্যই প্রস্তুত আছে, বিশেষভাবে যাদের জন্য দরকার..। যাদের জন্য স্পেশাল যেটা দেওয়া দরকার- এটার জন্য আমরা প্রস্তুত আছি।’
এ সময় নির্বাচন নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ‘জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত হয়নি। বডি ক্যামেরা কতগুলো কেনা হবে সে বিষয়েও পরবর্তীতে জানানো হবে।’
বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রতিবেদন নিয়ে তিনি বলেন, ‘তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ভালো সুপারিশ বাস্তবায়ন করা হবে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]