আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৭:৩৯
আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোটচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থন চান।


প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন নির্বাচনেও আমাদের সমর্থন প্রয়োজন।


প্রধান উপদেষ্টা বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রক্রিয়ায় গভীর আগ্রহের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান। তিনি একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।


জবাবে মহাসচিব বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস প্রধান উপদেষ্টাকে দেন। তিনি বলেন, কমনওয়েলথের মধ্যে প্রচুর সম্পদ রয়েছে। জি-৭ ও জি-২০ এর সদস্যসহ ৫৬টি দেশ; যা বাংলাদেশ একে অপরকে শক্তিশালী করতে পারে।


মহাসচিব আরও বলেন, তিনি প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেছেন।


শার্লি আয়োরকর বোটচওয়ে নিশ্চিত করেছেন, নির্বাচনের আগে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমনওয়েলথ।


দুই নেতা যুব ক্ষমতায়ন, উদ্যোক্তা, আরও সামাজিক ব্যবসা সৃষ্টি এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য হ্রাসের লক্ষ্যে থ্রি-জিরো ভিশন এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন।


বিবার্তা/এসএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com