
আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সকালে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পে সারা দেশে এখন পর্যন্ত ৯ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের মধ্যে নরসিংদীতে ৪, নারায়ণগঞ্জে ১ এবং ঢাকায় ৪ জন। এর মধ্যে দুই শিশু রয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভূমিকম্পে ঢাকা, নরসিংদী ও গাজীপুরে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।
রাজধানীর আরমানিটোলা এলাকায় ভূমিকম্পে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া ভূমিকম্পে আহত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম মৃত্যুবরণ করেন।
রূপগঞ্জে দেয়াল ধসে ১০ মাসের শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় দেয়াল ধসে ১০ মাসের শিশু ফাতেমা নিহত হয়েছে। সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের সময় শিশুটির মা কুলসুম বেগম (৩০) তাকে কোলে নিয়ে দৌড়ে বাইরে বের হলে সড়কের পাশে থাকা একটি সীমানাপ্রাচীর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়। কুলসুম ও প্রতিবেশী জেসমিন বেগম (৩৫) আহত হন। তাদের পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদীতে নিহত ৪
সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি নামক স্থানে নির্মাণাধীন ভবনের মালামালের নিচে চাপা পড়ে আহত হলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় হাফেজ ওমর (৮) নামের এক শিশুকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে জেলার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূঁইয়া (৭৫) নামক এক বৃদ্ধ মাটির ঘরের নিচে চাপা পড়েন এবং পরবর্তীতে তাকে জেলা হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।
এদিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া নয়াপাড়া গ্রামের বাসিন্দা নাসিরউদ্দিন (৬০) ভূমিকম্পের সময় ফসলি জমি থেকে আতঙ্কিত হয়ে দৌড়ে আসার পথে রাস্তা থেকে নিচে লাফ দিয়ে পড়ে মারা যান বলে জানান স্থানীয়রা।
এছাড়াও শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা (পূর্বপাড়া) গ্রামে ফোরকান (আনুমানিক ৪০) ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে যান। এরপর তাকে তাৎক্ষণিক নরসিংদী জেলা হাসপাতালে নিলে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে রাস্তায় মৃত্যুবরণ করেন তিনি।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]