
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তবে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে বিস্তারিত জানায়নি হাইকমিশন।
বুধবার (১৯ নভেম্বর) নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ-স্তরের বৈঠকে যোগ দিতে যাওয়া বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক হয়।
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সিএসসির কার্যক্রম এবং দুই দেশের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বৈঠকে অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সিএসসি সপ্তম সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বুধবার দিল্লি যাওয়ার কথা থাকলেও হঠাৎ পরিবর্তিত সূচিতে তিনি মঙ্গলবারই ভারতের রাজধানীতে পৌঁছান। তার সফরসূচিতে এমন পরিবর্তন কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে।
কূটনৈতিক সূত্র বলছে, মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি পৌঁছালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। বৃহস্পতিবার হায়দরাবাদ হাউসে সিএসসির বৈঠক হওয়ার কথা রয়েছে। যেখানে সকাল থেকে শুরু হয়ে মধ্যাহ্নভোজের পর কর্মসূচি শেষ হবে। ওইদিনই খলিলুর রহমান ঢাকা ফিরবেন বলে জানা গেছে।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এ সফরকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ এবং তার দিল্লিতে আশ্রয়-সংক্রান্ত ইস্যু দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে নতুন আলোচনার কেন্দ্রে এনেছে।
অন্তর্বর্তী সরকার এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতের কাছে চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]