শাহজালালে পুশকার্টের ধাক্কায় ভেঙে গেছে এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২১:১৭
শাহজালালে পুশকার্টের ধাক্কায় ভেঙে গেছে এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি বিমানের (এ-৩২০) সামনের চাকা (নুজ হুইল বা ল্যান্ডিং গিয়ার) ভেঙে গেছে। পুশকার্টের চালকের ‘উদাসীনতা ও অবহেলার’ কারণে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। পরে তাকে শাস্তিমূলক অন্যত্র বদলি করা হয়।


১৬ নভেম্বর, রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও (সিইও) ড. সাফিকুর রহমান। তিনি বলেন, পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফটের কি পরিমান ক্ষতি হয়েছে তা জানতে একটি কমটি করা হয়েছে।


বিমান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শনিবার রাতে শাহজালাল বিমানবন্দরে বিমানের পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফটের নুজ হুইল ভেঙে যায়। এ ঘটনায় বিমানবন্দরে এয়ারক্রাফটি গ্রাউনডেট করা হয়।


বিমানবন্দর সূত্র জানায়, শনিবার রাতে ১২৬ জন যাত্রী এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফটে ওঠার পর দরজা লাগানো হয়। এ সময় বিমানের জিএসই শাখার গ্রাউন্ড হ্যান্ডলার ও পুশকার্ট দিয়ে সামনের চাকায় ঠেলা দিয়ে ওপরে ওঠানোর সময় ভুলে বড় ধরনের ধাক্কা লেগে যায়। এতে সঙ্গে সঙ্গেই চাকা (নুজ হুইল) ভেঙে যায়। ফলে ওই এয়ারক্রাফটকে গ্রাউন্ডেড ঘোষণা দেওয়া হয়। পরে যাত্রীদের নামিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয়। রোববার সকালে তাদের কয়েকজনকে মুম্বাইয়ের ফ্লাইটে পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি এখনও বিমানবন্দরের বে–এরিয়ায় পার্কিং করা আছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com