শিরোনাম
আলীকদমে
পাহাড় কাটার সময় পুলিশের হাতে স্কেভেটর সহ আটক ১
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২৩:০১
পাহাড় কাটার সময় পুলিশের হাতে স্কেভেটর সহ আটক ১
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির সময় মো. ইলিয়াছ নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরও জব্দ করা হয়। শুক্রবার গভীর রাতে উপজেলা সদর ইউনিয়নের পূবর্তপালং পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মো. ইলিয়াছ পূর্বপালং পাড়ার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে।


সূত্র জানায়, আলীকদম সদর ইউনিয়নের পূর্বপালং পাড়ার বাসিন্দা মো. ইলিয়াছ স্কেভেটর লাগিয়ে পাহাড় কেটে মাটি বিক্রি করছেন, এমন সংবাদের ভিত্তিতে বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম’র (বার) নির্দেশে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ মীর্জা জহির উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শনিবার রাত ২টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটর জব্দ সহ মো. ইলিয়াছকে হাতে নাতে আটক করে পুলিশ।


পাহাড় কাটার সময় স্কেভেটর সহ মো. ইলিয়াছকে আটকের সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে শনিবার বিকেলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধনী ২০১০ এর ৬ (খ) এবং ১২ ধারা মতে মামলা করা হয়েছে। তিনি বলেন, যারাই পরিবেশ ধ্বংস করবে, তাদেরকে কোন ভাবেই ছাড় দেওয়া হবেনা।


বিবার্তা/আরমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com