
দায়িত্ব নেওয়ার মাত্র ২৬ দিনের মাথায় পদত্যাগ করেছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।
স্থানীয় সময় সোমবার(৬ অক্টোবর) সকালে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে দেখা করার পর এ ঘোষণা দেন সেবাস্তিয়ান।এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
মাত্র ২৬ দিন আগে ফ্রাঁসোয়া বাইরুর সরকারের পতনের পর লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর মন্ত্রিসভা নিয়ে তীব্র সমালোচনা হয়। বাইরুর সরকারের সঙ্গে প্রায় অভিন্ন মন্ত্রিসভা ঘোষণার পর জাতীয় পরিষদের বিভিন্ন দল এটিকে প্রত্যাখ্যান করে এবং অনাস্থা ভোটের হুমকি দেয়।
এরই মধ্যে কয়েকটি রাজনৈতিক দল আগাম নির্বাচনের দাবি তুলেছে। কেউ কেউ মাখোঁর পদত্যাগও দাবি করছে, যদিও তিনি স্পষ্ট জানিয়েছেন—২০২৭ সালে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি পদে থাকবেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]