
নাটোরের বড়াইগ্রামের গুনাইহাটি এলাকায় বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।তাৎক্ষণিকভাবে হতহতদের নাম পরিচয় জানা যায়নি।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলার পাবনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র জানান, দুপুর দেড়টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় ঢাকা থেকে আগত পাবনাগামী একতা পরিবহনের একটি বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হয় আরও দুইজন। পরে পুলিশ এবং স্থানীয়রা আহতদের বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় কদিমচিলান এলাকা থেকে বাসটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। নিহতদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]