মোঘল বাদশা হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধস, আটকা ১০
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৯:৪১
মোঘল বাদশা হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধস, আটকা ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতবর্ষের দ্বিতীয় মোঘল সম্রাট হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধসে পড়েছে। ১৫ আগস্ট, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে ধ্বংসস্তূপের নিচে ১০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে দিল্লি ফায়ার সার্ভিস।


দিল্লির ফায়ার সার্ভিস জানায়, দিল্লির নিজামউদ্দিন এলাকায় অবস্থিত মোঘল সম্রাট হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধসে পড়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই পাঁচটি টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।


শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির নিজামউদ্দিন এলাকায় সম্রাট হুমায়ুনের সমাধির একটি অংশ ধসে পড়ে। ওই সময় সেখানে অন্তত ১০ জন আটকা পড়েন। ধসের ঘটনার পর বিকেল সাড়ে ৪টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। এখন সেখানে উদ্ধার অভিযান চলছে।


কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচটি অগ্নিনির্বাপণ ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। এই স্মৃতিস্তম্ভটি ষোড়শ শতাব্দীর মাঝামাঝি একটি সমাধিসৌধ যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।


হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তার পুরো নাম ছিল নাসির-উদ-দিন মুহাম্মদ হুমায়ুন। তিনি তার বাবা বাবরের মৃত্যুর পর ১৫৩০ সালে সিংহাসনে আরোহণ করেন। তাঁর রাজত্বকালে তিনি শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে দীর্ঘ সময় ধরে নির্বাসনে ছিলেন। পরে পারস্যের শাহের সহায়তায় তিনি নিজের সাম্রাজ্য ফিরে পেয়েছিলেন। কিন্তু এর মাত্র এক বছর পর তার মৃত্যু হয়। এটি কেবল হুমায়ুনের সমাধি নয়, এখানে মুঘল রাজবংশের প্রায় ১৫০ জনেরও বেশি সদস্যের কবর রয়েছে, তাই একে 'মুঘল রাজবংশের নেক্রোপলিস' (সমাধিক্ষেত্র) বলা হয়। এর অসাধারণ ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বের কারণে এটি ১৯৯৩ সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করেছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com