
শিরোপার মঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে সমীকরণ ছিল খুব সহজ। আগের পাঁচ ম্যাচে জেতায় নেপালের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন হতো মেয়েরা। সেখানে গোলে নেপালের জাল ভাসিয়েছেন বাংলাদেশের বয়সভিত্তিক দলের নাম্বার টেন মোসাম্মৎ সাগরিকা। নেপালকে ৪-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী সাফের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। চার গোলই করেছেন সাগরিকা।
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়ে শুরু হয়েছিল যাত্রা। পুরো টুর্নামেন্টে বাংলাদেশকে আটকে দেওয়ার মতো একটা দলই ছিল–নেপাল। গত ম্যাচই ছিল তার প্রমাণ। বাকি দলগুলোর বিপক্ষে যেখানে হেসেখেলে জয় তুলে নিয়েছে বাংলার বাঘিনীরা, সেখানে নেপালের সঙ্গে করতে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।
এই নেপালের বিপক্ষেই লিগ ম্যাচে জিততে ঘাম ছুটে গিয়েছিল বাংলাদেশের। প্রথমে ২ গোলে এগিয়ে গিয়েও পরে হজম করতে হয় দুই গোল। এ ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বাংলাদেশ দলের স্ট্রাইকার সাগরিকা। অতঃপর শেষ মুহূর্তে তৃষ্ণা রাণির গোলে জয় ছিনিয়ে আনে বাংলাদেশ। নেপালকে নিয়ে তাই আলাদা করে চিন্তা ছিলই। তবে সাম্প্রতিক ফর্ম কথা বলছিল বাংলাদেশের পক্ষে। তাছাড়া হেড টু হেডেও বাংলাদেশই এগিয়ে ছিল। তাই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলেন সাগরিকা-তৃষ্ণারা। অন্তত ড্র করলেই শিরোপার দেখা পাবে বাংলাদেশ। লাল কার্ডের নিষেধাজ্ঞা থেকে তিন ম্যাচ পর ফিরেই চার গোল করে নেপালকে জবাব দিলেন সাগরিকা।
পিটার বাটলারের অধীনে বাংলাদেশ দল ম্যাচের প্রথম মিনিট থেকেই ছিল আগ্রাসী। একের পর এক আক্রমণ করে নেপালকে তটস্থ করে রেখেছিল বাংলাদেশ। সাত মিনিটেই নেপালের জালে সাগরিকার গোল। এরপরও আরও কয়েকটি আক্রমণ হলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। শুরুতেই হ্যাটট্রিক পূর্ণ করে নেন সাগরিকা। পরে করেন আরও এক গোল। কদিন আগেই প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। এবার অনূর্ধ্ব ২০ দলও জিতল সাফের শিরোপা। সব মিলিয়ে দারুণ সময় যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবলের।
তবে দুপুরে পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা। ম্যাচেও পড়েছে এর প্রভাব। ম্যাচ শুরুর আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা।
সাগরিকা ফিরলেন এবং ফিরলেন চ্যাম্পিয়ন স্ট্রাইকারের বেশে। ৪ গোল দিলেন আর চ্যাম্পিয়ন করলেন বাংলাদেশকে। দুঃখের সময়ে একটু হলেও স্বস্তি বাংলাদেশের এই জয়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]