
কাজী মারুফের স্ত্রী রাইসা এখন করোনামুক্ত। যদিও কিছুদিন আগে ঢালিউড নায়কেরই আক্রান্ত হওয়ার খবর শোনা যায়। এর আগে পরিবারে করোনা হানা দেয়ার খবরটি অস্বীকার করেন এই নায়ক।
বর্তমানে মারুফ তার স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন তার বাবা নির্মাতা কাজী হায়াৎ।
কাজী হায়াৎ গণমাধ্যমকে বলেন, আমার ছেলে মারুফের স্ত্রী করোনামুক্ত হয়েছে। মারুফ তার স্ত্রী-সন্তানদের নিয়ে নিরাপদে আছে। আমার ছেলে ও তার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। তারা যেন ভালোভাবে দেশে ফিরে আসতে পারে। লকডাউন শেষ হলেই দেশে ফিরে আসবে মারুফ।
কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে ২০০২ সালে বড়পর্দায় অভিষেক হয় মারুফের। পেয়ে যান জাতীয় পুরস্কার।
কয়েক বছর ধরে ফর্মে না থাকা এই নায়কের অন্যান্য ছবির মধ্যে রয়েছে ক্যাপ্টেন মারুফ, রাস্তার ছেলে, বস্তির ছেলে কোটিপতি, দারোয়ানের ছেলে, রাজা সূর্য খাঁ, মানিক রতন দুই ভাই, দেহরক্ষী, ইভটিজিং, সর্বনাশা ইয়াবা, ছিন্নমূল ও গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]