
ভারতের দক্ষিণী সিনেমার ‘হার্টথ্রুব’ আল্লু অর্জুনের ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এই সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগলে। এই সিনেমায় আরো অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী টাবু। রবিবার (১২ জানুয়ারি) সিনেমাটি মুক্তি দেয়া হয়।
সম্প্রতি ফিল্মফেয়ারকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আল্লু অর্জুন বলেন, আমি দীর্ঘদিন ধরে টাবুকে চিনি। যতবার আমি তাকে বড় পর্দায় দেখেছি, ততবার তার মেধার তরিফ না করে পারিনি। কিন্তু এবারই প্রথম তাকে সামনাসামনি অভিনয় করতে দেখার সৌভাগ্য হলো।
তিনি আরো বলেন, ‘তার মতো অভিনেত্রীর সঙ্গে অভিনয় করা এককথায় বিশুদ্ধ পরিতৃপ্তির অনুভূতি দেয়। কারণ, তিনি যখন আছেন, তখন এমনিতেই সেরা অভিনয়টা বের হয়ে আসে। অভিনয়শিল্পী হিসেবে সেই জাদুকরি মুহূর্তগুলো আপনাকে বের করে আনতেই হবে। প্রায় এক দশক পর তিনি তেলেগুর পর্দায় ফিরলেন। আর সে জন্য সঠিক চরিত্রটিই বেছে নিয়েছেন তিনি।
তেলেগু ভাষার এই ছবি মালয়ালম ভাষায় ডাবিং করে মুক্তি দেয়া হবে। প্রথমবারের মতো ভারতের কেরালায় ৩০টি শো রাখা হয়েছে। কেরালার ইতিহাসে এই প্রথম ভিন্ন ভাষার কোনো ছবির এতগুলো শো হচ্ছে। কেরালায় আল্লু অর্জুনের বিশালসংখ্যক ভক্ত রয়েছে। আর এই ছবি নিয়ে তাদের আগ্রহ চূড়ান্তে।
এই ছবিতে টাবু আল্লু অর্জুনের মা’য়ের চরিত্রে অভিনয় করেছেন। আর পূজা হেগলে আল্লুর প্রেমিকা। অ্যাকশন ড্রামা ধরনের এই ছবি ইতিমধ্যে দর্শকদের ভেতর উন্মাদনা সৃষ্টি করেছে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]