শিরোনাম
ফোবানা সম্মেলনের আইকন হলেন 'জি আই রাসেল'
প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ২১:৪৭
ফোবানা সম্মেলনের আইকন হলেন 'জি আই রাসেল'
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ডের নাসাউ কলিসিয়ামে অনুষ্ঠিত ৩৩তম ফোবানা সম্মেলনের আইকন হলেন জি এই রাসেল।


ড্রামা সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে ১০ হাজার ডলার ডোনেশন প্রদানের মাধ্যমে তিনি ফোবানা সম্মেলনের ২০১৯ আইকন হন।


১৩ জুলাই শনিবার ফোবানা সম্মেলনের ২০১৯ কনভেনার নার্গিস আহমেদ এবং এক্সেকিউটিভ সেক্রেটারি আবির আলমগীরের ওয়াশিংটন সফরের সময় জি এই রাসেল ১০ হাজার ডলারের চেক হস্তান্তর করেন।


এ সময় তার স্ত্রী জেবা রাসেল উপস্থিত ছিলেন। একই দিন একই সাথে ফোবানা স্বাগতিক কমিটি আরো ১২টি সিলভার স্পনসর পেয়েছে ভার্জিনিয়ার বাংলাদেশী কমিউনিটি বিশিষ্ট জনদের কাছ থেকে। এই সিলভার স্পনসর প্রতিটির মূল্য দুই হাজার ডলার।


এদিকে জি এই রাসেল আগামী ২০২১ সালে ওয়াশিংটনে ফোবানা সম্মেলন আয়জনের জন্য ফোবানা এক্সিকিউটিভ এবং সদস্য সমূহের নিকট আবেদন করে আসছেন।


জি এই রাসেল বলেন, ২০১৫ সালে আমি এবং আমার সংগঠন এই ফোবানায় যোগদান করি। তারপর থেকেই আমি সম্মেলন হোস্ট করবার আগ্রহ প্রকাশ করে আসছি সবার কাছে। আশা করছি এবার নিরাশ হবোনা। সবার সহযোগিতায় ওয়াশিংটন ডিসিতে ২০২১ সালে ফোবানা সম্মেলন আয়োজন করতে সক্ষম হবো।


বিবার্তা/হাকিকুল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com