শিরোনাম
মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন
প্রকাশ : ০৪ জুলাই ২০১৯, ১২:৫৯
মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন
স্পেন প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদ্রিদে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্পেনের রাজধানী মাদ্রিদের অদূরে রাজ কাফ্রিয়ায় দিনব্যাপী এ বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।


বনভোজনে প্রবাসীদের সাথে যোগ দেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, দূতাবাসের মিনিস্টার অ্যান্ড হেড অব দ্যা চেঞ্চরি হারুন আল রশিদ, কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মাদ নাভিদ সফিউল্লাহ।


এ সময় রাষ্ট্রদূত হাসান প্রবাসীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে বলেন, নব-নির্বাচিত বাংলাদেশ অ্যাসোসিয়েশনের এমন আয়োজন দেখে আমি অভিভূত। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে, আমি বাংলাদেশের কোথাও আছি। প্রবাসীদের এমন মিলন-মেলা আমাকে মুগ্ধ করেছে।


প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ব্যক্তি-স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কাজ করতে প্রবাসীদের প্রতি আহবান জানান রাষ্ট্রদূত।



প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লেক আর সবুজ পাহাড় ঘেঁষে বাংলা ভাষাভাষীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় সবাই মুগ্ধ হয়। দীর্ঘদিন পর প্রবাসী বাংলাদেশীরা একে অপরকে কাছে পেয়ে আবেগ-তাড়িত হয়ে পড়ে, মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে, কেউ কেউ ঘুরে পার্কের রুপসুধা উপভোগ করতে থাকে। শিশু-কিশোরদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বনভোজনে অংশগ্রহণকারী বয়স্করাও বয়সের সীমাবদ্ধতা ভুলে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠে। সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিতে পরিণত হয়েছিল যেন এক টুকরো বাংলাদেশে।


দুপুর গড়াতেই পরিবেশিত হয় হরেক পদের দুপুরের খাবার। বনভোজনে বিভিন্ন ধরনের খেলাধুলায় শিশু-কিশোর-যুবা ও মহিলারা প্রাণ খুলে অংশগ্রহণ করে। এছাড়া র‌্যাফেল ড্রতে ছিল আকর্ষণীয় পুরস্কারের সমাহার।


বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি এনায়েতুল করিম তারেকের তত্ত্বাবধায়নে এবং পূননির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের পরিচালনায় বনভোজনের অনুষ্ঠান পরিচালিত হয়।



বনভোজনে উপস্থিত ছিলেন- বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল ভূঁইয়া, ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, বিক্রমপুর মুন্সিগঞ্জে সমিতির সভাপতি মমিনুল ইসলাম স্বাধীন, ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কমিউনিটি নেতা নুর হোসেন পাটোয়ারী, লুৎফর রহমান, মোজাম্মেল হোসেন মনু, হেমায়েত খান, মোহাম্মদ বেলাল, ইসলাম উদ্দিন পংকি, আবুল হোসেন, আব্দুল কায়ূম মাসুক, আব্দুর রাজ্জাক, বাহার উদ্দিনসহ আরো অনেকে।


বিবার্তা/মাহমুদ/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com