শিরোনাম
স্পেনে প্রদর্শিত হচ্ছে ‘হাসিনা: এ ডটার্স টেল’
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১০:৪৮
স্পেনে প্রদর্শিত হচ্ছে ‘হাসিনা: এ ডটার্স টেল’
কবির আল মাহমুদ, স্পেন
প্রিন্ট অ-অ+

স্পেনে এশিয়ানভিত্তিক সংগঠন ‘কাসা এশিয়া’ এর আয়োজনে ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯’ এ ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্য চিত্রটি প্রদর্শিত হচ্ছে।


‘কাসা এশিয়া’ এর সপ্তম ফিল্ম ফেস্টিভ্যাল হলেও এবারই প্রথম ছয়টি দেশের তথ্য চিত্র প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে; যেখানে বাংলাদেশের ‘হাসিনা: এ ডটার্স টেল’ প্রদর্শিত হচ্ছে।


গত সোমবার (১৪ অক্টেবার) মাদ্রিদের ‘বি দ্যা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে সন্ধ্যা ৭টায় ‘হাসিনা: এ ডটার্স টেল’ প্রদর্শিত হয়। স্থানীয় দর্শকদের সুবিধায় তথ্যচিত্রের সংলাপে সাবটাইটেল হিসেবে ইংরেজি ও স্প্যানিশ ভাষা রাখা হয়।


তথ্যচিত্রটি দেখতে হলরুমে উপস্থিত হন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব তাহসিনা আফরিন শারমিন, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলাম।


তথ্য চিত্রটি দেখার পর স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, পরিবার-পরিজন সব হারানোর পর শেখ হাসিনা যেভাবে শোককে শক্তিতে রূপান্তরিত করে ঘুরে দাঁড়িয়েছেন, তা এ ছবিতে সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন, এ ছবি আমাদের আশান্বিত করার জন্য অনেক শক্তি যোগায়।


৭৫ মিনিট দৈর্ঘ্যরে ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্যচিত্রটি দেখতে উল্লেখযোগ্যসংখ্যক স্প্যানিশ উপস্থিত ছিলেন। এভা ফ্রুতোস নামের একজন স্প্যানিশ মহিলা দর্শক বলেন, ছবিটি অনেক ভালো লেগেছে। বাংলাদেশের অনেক ইতিহাস জানা হলো এবং বড় কথা-একজন মহিলা হিসেবে এগিয়ে যেতে ছবিটি আমাকে অনুপ্রেরণা যুগাবে।


মাদ্রিদের ‘বি দ্যা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্যচিত্রটি দেখতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক এসআরআইএস রবিন, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম মাস্টার, সদস্য সচিব রিজভী আলম, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদ, স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য একরামুজ্জামান কীরণ, এফএম পাভেল, আজম কাল, আওয়ামী লীগ নেতা এডভোকেট তারেক, হানিফ মিয়াজী প্রমুখ।


স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক এস আর আই এস রবিনব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এতদিনে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশে পরিণত হত। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সে লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে।


স্পেন আওয়ামী লীগের সদস্য সচিব রিজভী আলম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘ এ সংগ্রামী জীবনের গল্প আমাদের বিমোহিত করেছে। শিগগিরিই প্রবাসীদের জন্য আমরা উন্মুক্ত প্রদর্শনীর ব্যবস্থা নেব।
‘হাসিনা: এ ডটার্স টেল’ এর দ্বিতীয় প্রদর্শনী আগামী ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় বার্সেলানার ‘বি দ্যা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে অনুষ্ঠিত হবে।


তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর। তবে তৃতীয় প্রদর্শনীর স্থান ও সময় এখনো নির্ধারিত হয়নি বলে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।


প্রসঙ্গত, স্পেনে এশিয়া অঞ্চলের দেশগুলোকে নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘কাসা এশিয়া’ এর এবারের ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ার ২৫টি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ১২ দিনব্যাপী মূল চলচ্চিত্র উৎসব এবং অফ ফেস্টিভ্যাল হিসেবে ৪-৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দেশের ডকুমেন্টারি ছবি প্রদর্শিত হবে।


বিবার্তা/মাহমুদ/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com