শিরোনাম
ইতালিতে নাগরিকত্ব হারাচ্ছেন দুই সহস্রাধিক বাংলাদেশী!
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৫
ইতালিতে নাগরিকত্ব হারাচ্ছেন দুই সহস্রাধিক বাংলাদেশী!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতালিতে দ্রুত নাগরিকত্ব পেতে জন্মসনদ, পুলিশ ক্লিয়ারেন্সসহ অন্যান্য অনিয়মের দায়ে নাগরিকত্ব হারাতে পারেন ২৮০০ বাংলাদেশী।


জানা গেছে, প্রায় ৩ হাজার বাংলাদেশী নির্দিষ্ট সময়ের আগে অর্থের বিনিময়সহ বিভিন্ন অনিয়ম করে দ্রুত ইতালির নাগরিকত্ব (পাসপোর্ট) পেয়ে যান। এর মধ্যে একটি তদন্তে বাংলাদেশের জন্মসনদ ও পুলিশ ক্লিয়ারেন্স ভুয়া সার্টিফিকেটের সত্যতা পাওয়া গেছে।


যারা অনিয়ম করেছেন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে ইতালি। অনিয়মের কারণ সঠিকভাবে ব্যাখ্যা দিতে না পারলে নাগরিকত্ব ফেরত নেবে দেশটির সরকার।


এ প্রসঙ্গে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু জানান, দীর্ঘ প্রায় পাঁচ বছর তদন্তের পর জন্মসনদ ও পুলিশ ক্লিয়ারেন্সে ভুয়া সিল দেয়ার প্রমাণ মিলেছে। তাই যে সব বাংলাদেশী সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/আবদাল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com