শিরোনাম
টাঙ্গাইলে ট্রাক-সিএনজির ধাক্কায় শ্রমিক নিহত
প্রকাশ : ০১ মে ২০১৯, ১৫:৫৫
টাঙ্গাইলে ট্রাক-সিএনজির ধাক্কায় শ্রমিক নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রাকের পিছনে সিএনজি ধাক্কায় ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এসময় আরো ছয়জন আহত হয়েছেন।


বুধবার ভোর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গড়-ধর্মপাল রাধাপাড়া গ্রামের মতিলাল পালের ছেলে কমল (২৫)। আহতরা হলেন একই গ্রামের নিহতের চাচা অবিনাশ ওরফে কালটু, জব্বারের দুই ছেলে সাইদ ও লিটন, সবীন রায়ের দুই ছেলে প্রবীর ও প্রতাপ এবং সিএনজি চালক কালিহাতি উপজেলার এলেঙ্গা গ্রামের চান্দে ড্রাইভারের ছেলে আজিজুল ।


কালিহাতি থানার পুলিশ পরিদর্শক এসআই আব্দুল ওয়াহাব জানান, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গড়ধর্মপাল রাধাপাড়া গ্রামের ৬ জন মৌসুমি ধান কাটা শ্রমিক সখিপুর উপজেলার গোহাইলবাড়ী গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক এসএম আব্দুর রবের কৃষি জমিতে ধান কাটার উদ্দেশ্যে এলেঙ্গা থেকে সিএনজি যোগে রওনা হয়ে ঘটনাস্থলে এসে পৌঁছালে পাথর ভর্তি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক কমলকে মৃত ঘোষণা করেন। বাকী আহত ৫ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক আজিজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপর আহত ৪ জনকে স্বজনরা চিকিৎসার সুবিধার্থে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


বিবার্তা/তোফাজ্জল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com