
টাঙ্গাইলের দেলদুয়ারে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার টেউরিয়া গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত দেওয়ান হামজা (১২) উপজেলার হামজা চকতৈল গ্রামের দেওয়ান রফিকুল ইসলামের ছেলে এবং সে পার্শ্ববর্তী মাইঠানতা হফিজুল কুরআন মাদ্রাসার ছাত্র ছিলেন।
এ ব্যাপারে দেলদুয়ার এসআই মনোয়ার হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।এটি হত্যা কিনা থেকে আত্মহত্যা ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর বোজা যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।
বিবার্তা/মোল্লা তোফাজ্জল/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]