
কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন যাত্রী।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট ডিএম জহিরুল ইসলাম জানান, সুনামগঞ্জ থেকে বিশাল পরিবহনের একটি বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ভোরে কামালিয়ারচর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত এবং আহত হন অন্তত ৩৫ জন যাত্রী।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো এক যাত্রীর মৃত্যু হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]