শিরোনাম
সাভারে হেলে পড়ে ভবন ত্যাগের নির্দেশ
প্রকাশ : ২১ মার্চ ২০১৯, ১৬:২২
সাভারে হেলে পড়ে ভবন ত্যাগের নির্দেশ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে একটি বহুতল ভবন হেলে পড়েছে অন্য একটি বহুতল ভবনের দিকে। এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে ভবনের বাসিন্দাদের দ্রুত ভবন ত্যাগের নির্দেশ দিয়েছেন পৌরসভার মেয়র আব্দুল গণি।


বৃহস্পতিবার বিকেলে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার জিয়াউর রহমানের ছয়তলা বাড়িতে এঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ করে জিয়াউর রহমান নামে ওই ব্যক্তির ছয়তলা বাড়ি হেলে পড়ে। এসময় দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটির বাসিন্দাদের সড়ে যাওয়ার নির্দেশ দেন পৌর মেয়র আব্দুল গণি। ওই ছয়তলা বাড়িতে ১২ টি ফ্ল্যাটের মধ্যে ৫টি ফ্ল্যাট ভাড়া দেয়া রয়েছে। এঘটনায় ওই বাড়িটির আশেপাশের ও বাড়ির ভাড়াটিয়াদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে হেলে পড়া ভবনটি দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন।


সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ভবনটির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বুয়েট থেকে পরীক্ষা করার পরে ভবনটি কি করা হবে তা জানানো হবে।


এদিকে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন আহমেদ বলেন, ভবনটির বিরুদ্ধে পৌরসভা ব্যবস্থা নিচ্ছে।


বিবার্তা/শরীফুল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com