রাজধানীতে ঈদের আমেজ
ঢাকার প্রধান সড়ক ‘ফাঁকা’
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১০:০৭
ঢাকার প্রধান সড়ক ‘ফাঁকা’
সাপ্তাহিক ও সরকারি ছুটির প্রথম দিনে রাজধানীর বাংলামোটর এলাকায় নেই গণপরিবহনের চাপ ছবি: মাসুম বিল্লা
মাসুম বিল্লা
প্রিন্ট অ-অ+

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষ্যে বৃহস্পতিবার ছিল সরকারি অফিসের শেষ কর্মদিবস। অফিস শেষ করেই নাড়ীর টানে ছুটেছেন ঘরমুখো মানুষ। এতে রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে দীর্ঘ যানজট দেখা গেলেও আজ রাজধানীর চিত্র ভিন্ন ঢাকার প্রধান প্রধান সড়কগুলো দেখা গেছে প্রায় ‘ফাঁকা’।


শুক্রবার (২৮ মার্চ) লাইলাতুল কদর ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে শুরু হওয়া সরকারি ছুটির প্রথম দিনেই রাজধানীর ব্যস্ত ঢাকার সড়কে কমেছে কোলাহল। যানজটের শহরে নামতে শুরু করেছে নীরবতা। সড়কে ট্রাফিক সিগন্যাল, ইন্টার সেকশনে যানবাহনকে দাঁড়াতে হচ্ছে মিনিট বা কয়েক সেকেন্ডের জন্য। এরপর আবারো ঘুরছে গাড়ির চাকা। অর্থাৎ খালি হচ্ছে ঢাকা, রাস্তাঘাট ফাঁকা।


রাজধানীর সড়ক ফাঁকা হলেও প্রিয়জন-স্বজনদের সঙ্গে যারা নাড়ির টানে ঈদ করতে গ্রামের বাড়ি ফিরছেন তাদের গন্তব্য সব ঘাট, টার্মিনাল কিংবা স্টেশন। আর যারা ঢাকায় থাকছেন কিংবা ঢাকার স্থায়ী বাসিন্দা তাদের অনেকে যাচ্ছেন মার্কেটে। সংগত কারণে যানবাহনের চাপ মার্কেটমুখী ও টার্মিনালমুখী সড়কে।


শুক্রারবার রাজধানীর বাংলামোটর, শ্যামলী, আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার, তেজগাঁও, কাকরাইল ও প্রেসক্লাব এলাকা ঘুরে দেখা গেছে, আগের মতো সড়কে নেই গাড়ির চাপ। সিগন্যাল বা ইন্টারসেকশন ছাড়া কোথাও যানবাহনকে দাঁড়াতে হচ্ছে না। বেলা বাড়ার সঙ্গে যানবাহন ও মানুষের উপস্থিতি বরং আরও কমেছে। এ চিত্র চিরচেনা ঢাকার মতো না। ফাঁকা ঢাকায় চলতে দেখা গেছে, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার ও কিছু সংখ্যক বাস। তবে সড়কে রিকশার চলাচল বেড়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com