রাজধানীতে ১৫তলা থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১১:১২
রাজধানীতে ১৫তলা থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৫তলা থেকে লাফিয়ে পড়ে পলাশ (৩০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।


বুধবার (১৯ মার্চ) সকালের দিকে এই ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।


তিনি বলেন, পলাশ নামের ওই যুবক ইনহ‍্যালেশন বার্ন নিয়ে ৬০১ এর মেইল এইচডিইউতে ভর্তি ছিলেন। ওই রোগীর আগে থেকেই মানসিক সমস্যা ছিল। সকালের দিকে তাকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর খোঁজাখুঁজি করে বার্নের পেছনের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।


‘যেহেতু পেছন দিক থেকে পড়ে মারা গেছে, সেহেতু ১৫তলা ছাড়া আর কোথাও দিয়ে পড়ার সুযোগ নেই,’ বলেও উল্লেখ করেন ডা. শাওন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com