প্রত্যাশিত পদ না পাওয়ায় ছাত্রদলের ২ গ্রুপের মারামারি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৯
প্রত্যাশিত পদ না পাওয়ায় ছাত্রদলের ২ গ্রুপের মারামারি
প্রিন্ট অ-অ+

বিবার্তা প্রতিবেদক


রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষকেই বাকবিতণ্ডায় এবং পারস্পরিক আক্রমণ করতে দেখা যায়।


সোমবার (৩ ফেব্রুয়ারি) কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনার পরেই ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম কলেজ ছাত্রদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন।


সরেজমিনে দেখা গেছে, দুপুর সোয়া ১টার দিকে তিতুমীর কলেজের মাঠে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক ক্যাম্পাসে প্রবেশ করেন। তখন প্রত্যাশিত পদ না পাওয়া এবং বঞ্চিতরা তাদের সঙ্গে তর্কে জড়ান। পরে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরেই তিতুমীর কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক মিরাজ আল ওয়াসি, আকরাম চৌধুরী, টিপু সুলতান, জলিল আদিক এবং সদস্য আব্দুল হামিদকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়।


এতে বলা হয়েছে, সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।


আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা দেন। এর আগে, দুপুরে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের ৩৯৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর ৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com