দুই নারীর জন্য ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৫৫
দুই নারীর জন্য ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শেওড়াপাড়া স্টেশনে মেট্রোরেলের প্ল্যাটফর্ম গেট ও ট্রেনের দরজার মধ্যে আটকা পড়েছেন দুজন নারী। এতে অটোমেটিক সিস্টেম অচল হয়ে ২৬ মিনিট বন্ধ ছিল সব মেট্রোরেল।


রবিবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়।


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, দরজা বন্ধ না হওয়ায় শেওড়াপাড়া স্টেশনে ৯ নম্বর ট্রেনটি আটকে গিয়েছিল। দুই দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। এজন্য বাকি সবকটি ট্রেন বিলম্ব হয়। পরে টেকনিক্যাল টিম সমস্যাটি সমাধান করলে সকাল ১০টা ১৩ মিনিটে ট্রেন সার্ভিস চালু হয়।


ঘটনার সময় স্টেশনে উপস্থিত থাকা যাত্রীরা জানান, শেওড়াপাড়া স্টেশন মেট্রোরেল এসে থামলে দুজন নারী প্ল্যাটফর্ম গেট ও ট্রেনের দরজার মধ্যে আটকা পড়েন। এতে অটোমেটিক সিস্টেম অচল হয়ে যায়।


মেট্রো ট্রেনে আটকাপড়া যাত্রীরা ভোগান্তির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এ ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com