মোহাম্মাদপুরে লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট, আটক ২
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৩:২৪
মোহাম্মাদপুরে লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট, আটক ২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (৪ জানুয়ারি) দুপুরে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য জানান।


তিনি জানান, ৩ জানুয়ারি দিনগত রাতে আদাবর ১৬ নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে এজাহার দায়ের করেন।


ওসি জাকারিয়া আরও বলেন, এরপর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুজনকে গ্রেফতার করে। এ সময় লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণের মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণগুলো উদ্ধারে চেষ্টা চলছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com