
রাজধানীর দারুস সালাম দীপ নগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মুকুল শেখ (৩৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার( ১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে তার স্বজনেরা উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার ভাই রাব্বানী শেখ জানান, আমার ভাই দারুসসালামের গাবতলী একটি বালুর গতিতে চাকরি করতেন, গতরাতে ১৫ -২০ জনের একটি দল অস্ত্রসহ বিভিন্ন মরনাঅস্ত্র দিয়ে আমার ভাইকে বেধড়ক আঘাত করে পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুর বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরো বলেন, দুর্বৃত্তদের অনেককে আমরা চিনতে পেরেছি, তারা হলেন ইয়াসিন, লোকমান, জাহাঙ্গীর, কামরুল,লালু, আনোয়ার,হালিম,ওয়াজেদ, ফারুকসহ আরো অনেকে। তাদের সাথে আমাদের বাড়ি সিরাজগঞ্জ এর জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে অনেকের বিরুদ্ধে তারপরও গতরাতে মামলার তোয়াক্কা না করে আমাদের উপর হামলা চালায় এতে আমিও গুরুতর আহত হয়েছি। আমাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার সেনা চাপরি গ্রাম, তার পিতা মৃত দুলাল শেখ তিন ভাইয়ের মধ্যে মৃত মুকুল বড় ছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, গাবতলীতে দুর্বৃত্তের হামলায় আহত মুকুল শেখকে ঢামেকে মৃত্যু ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছ বিষয়টির সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]