
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গ থেকে পরীক্ষা-নিরীক্ষা শেষে জাতীয়তাবাদী দলের সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর দেহের অংশ বিশেষ নিয়ে গেলেন মৃত হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী।
২৮ ডিসেম্বর, শনিবার দিনগত রাত সোয়া ১২টার দিকে মাননীয় হাইকোর্টের নির্দেশে প্রটোকল ইন্সপেক্টর কামরুল ইসলামের উপস্থিতিতে হারিছ চৌধুরীর দেহের অংশবিশেষ বুঝে নেন তার মেয়ে সামিরা।
উপস্থিত সংবাদ কর্মীদের উদ্দেশ্যে সামিরা বলেন, আমার বাবার মরদেহ (হাড়গোড়) ফরেনসিক বিভাগের মর্গ থেকে আমাদের বাসা বসুন্ধরা রোড নং ১৬ ব্লক - এ ৪০৪ নং বাসা ভাটারায় নিয়ে যাব। সেখানে আনুষ্ঠানিকতা শেষে সিলেটের কানাইঘাট আমাদের পৈত্রিক বাড়ি সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাপ্ত মার্গ সহকারী রামুদাস ও বাবুল জানান, আমরা মৃত হারিছের মরদেহ সুন্দরভাবে পানি দ্বারা ধোলাই করে কফুর, গোলাপ দিয়ে কাফনের কাপড়ে মুড়িয়ে কফিনে রাখা হয়। পরে লাশবাহী গাড়িতে পাঠিয়ে হয়।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]