
রাজধানীর ডেমরা সুলতানা কামাল ব্রিজের ঢালে লেগুনার ধাক্কায় মোটরবাইক চালক মোহাম্মদ আরিফ হোসেন (৩২ বছর) বয়সী এক যুবক নিহত হয়েছেন।
২৮ ডিসেম্বর, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা সন্ধ্যা ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপ পরিদর্শক (এসআই) তামিনা বেগম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল ডেমরা সুলতানা কামাল ব্রিজের ঢালে রাস্তার ওই যুবককে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরো বলেন, এই ঘটনায় লেগুনাটি জব্দ করা হয়েছে, চালক ও তার সহযোগী পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নিহতের ভাই শরীফ হোসেন জানান, আমার ভাই বিভিন্ন কোম্পানির ঠিকাদারি হিসেবে কাজ করতেন। সবশেষ তিনি সিঙ্গার কোম্পানির পার্টস সাপ্লাই দিতেন এবং বিভিন্ন মেশিন সার্ভিসিং করতেন, তার খিলগাঁও বনশ্রীতে একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে। গত চারদিন আগে পরিবার বর্গ নিয়ে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যান আজ তিনি একা মোটরবাইক যোগে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে।
তিনি আরও বলেন, ভাইয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর স্টেশন রোড। সবশেষ খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায় একটি ভাড়া বাসায় সপরিবারে থাকতেন। তার পিতা মোহাম্মদ হাবিবুর রহমান। এক মেয়ের জনক ছিলেন তিনি।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]