নিখোঁজের চারদিন পর নিজেই ফিরে এলেন সমন্বয়ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৭
নিখোঁজের চারদিন পর নিজেই ফিরে এলেন সমন্বয়ক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নিখোঁজের চার দিন পর নিজেই ফিরে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ হাসান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ২১-২২ শিক্ষাবর্ষের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের জহিরুল হক হলের শিক্ষার্থী।


২৪ ডিসেম্বর, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে একটি রিকশাযোগে বিশ্ববিদ্যালয়ে তার আবাসিক হল শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে আসেন।


পরে সহপাঠীরা দিনগত রাত পৌনে ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।


সহপাঠী আহসান হাবীব ইমরোজ জানান, গত (২০ ডিসেম্বর) সার্জেন্ট জহুরুল হক হল থেকে নিখোঁজ হয় খালেদ। গতরাতে রিকশা যোগে হঠাৎ হলে ফিরে আসেন। এসেই সে অসুস্থ হয়ে পড়লে নীলক্ষেত থানার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল নেওয়া হয়।


তিনি আরো জানান, গত ৪ দিন সে কোথায় বা কার সাথে ছিল তা এখনও জানা যায়নি। সে আপাতত চুপচাপ রয়েছে, কোনো কথা বলছে না, সুস্থ হলে বিষয়টা সম্পূর্ণ জানা যাবে।


নীলক্ষেত ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আল আমিন জানান, ঢাবির শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান নিখোঁজের পরপরই একটি সাধারণ ডায়েরি হয়েছিল। রাতে তিনি একাই রিকশায় ঢাবির হলে ফিরে অসুস্থ হয়ে পড়েন। পরে অন্যান্য শিক্ষার্থীসহ আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।


তিনি আরো বলেন, বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ দশতলার ১০৪ নম্বর ক্যাবিনে ভর্তি রয়েছে।মেডিসিন বিভাগে চিকিৎসা চলমান।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com